প্রতীকী ছবি।
এনআরসি-সংক্রান্ত বই বিক্রি করায় এক হকারকে হেনস্থার অভিযোগ উঠল কয়েক জন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নামখানার। সোমবার, নবমীর দুপুরে ওই ঘটনার পরে কাকদ্বীপ থানায় অভিযোগ জানান কুলপির শ্যামবসুরচক এলাকার বাসিন্দা হকার আলতমাস মোল্লা। পুলিশের দাবি, বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে।
আলতমাস বই ফেরি করেন। নবমীর দিন যান নামখানায়। তিনি জানান, বেলা ১২টা নাগাদ একটি চায়ের দোকানে বই রেখে চা খাচ্ছিলেন। কয়েক জন বইগুলি উল্টে পাল্টে দেখছিল। এনআরসি, নাগরিকত্ব-সংক্রান্ত একটি বই দেখে প্রশ্ন তোলে, ‘দেশবিরোধী কথা’ লেখা বই কেন বিক্রি করছেন আলতমাস। এর পরে তাঁকে এলাকা ছাড়ার হুমকি দেয়। অভিযোগ, তাঁকে মারতেও উদ্যত হয়েছিল কয়েক জন। পাশে দাঁড়িয়ে থাকা এক জন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়। ভয়ে এলাকা ছাড়েন আলতমাস। পরে থানায় যান। তাঁর কথায়, ‘‘আমার মৌখিক বয়ানের ভিত্তিতে ডায়েরি নেয় পুলিশ।’’
মঙ্গলবার পুলিশ আলতমাসকে ডেকে পাঠিয়েছিল থানায়। অভিযুক্তদেরও ডাকা হয়েছিল। আলতমাস জানান, ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে ওই যুবকেরা। কাকদ্বীপ থানার এক আধিকারিক বলেন, ‘‘বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর কোনও অভিযোগ নেই।’’