State news

বাংলার পর্যটন প্রচারের ভিডিও দেখেছেন? দেখে নিন

শুরুটা হচ্ছে বাঙালি রীতি মেনে বিয়ে দিয়ে। ব্যাকগ্রাউন্ডে সানাইয়ের সুর। বিয়ের পিঁড়িতে বসে কনে চলেছেন সাত পাক দিতে। অতিথিদের ভিড়ে সে সব রীতি তৃপ্তি ভরে দেখছেন আর এক অতিথি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১৭:২৯
Share:

ভিডিও-র একটি দৃশ্য।

শুরুটা হচ্ছে বাঙালি রীতি মেনে বিয়ে দিয়ে। ব্যাকগ্রাউন্ডে সানাইয়ের সুর। বিয়ের পিঁড়িতে বসে কনে চলেছেন সাত পাক দিতে। অতিথিদের ভিড়ে সে সব রীতি তৃপ্তি ভরে দেখছেন আর এক অতিথি। কোনও এক বিদেশিনি। তার পর তাঁর চোখ দিয়েই ঘুরে দেখা পশ্চিমবঙ্গকে। চেনার মধ্যেও কোনও এক অচেনা এবং আরও সুন্দর বাংলাকে খুঁজে পাওয়া। মাত্র সাড়ে তিন মিনিটে।

Advertisement

রাজ্য সরকারের পর্যটন বিভাগ পর্যটনের প্রচারে সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ করল। প্রকাশ করার সঙ্গে সঙ্গেই যা ১০ লক্ষেরও বেশি মানুষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। শুধুমাত্র ফেসবুকেই শেয়ার হয়েছে ৩০ হাজারেরও বেশি। কেউ কেউ বলছেন, এর মতো মিষ্টি জায়গা আর নেই! কেউ আবার দেশের রাজ্যগুলির পর্যটন প্রচারের জন্য তৈরি করা ভিডিওর মধ্যে এটাকেই সেরার তকমা দিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: এই ছোট্ট মমি প্রতি দিনই চোখ পিটপিট করে তাকায়, কেন জানেন?

Advertisement

দেখুন ভিডিও:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement