Hanskhali

Hanskhali Gangrape: অপরাধী হলে মেয়ে চান সমরেন্দুর শাস্তি

গত ৪ এপ্রিল সঙ্গীতার ভাই সোহেল ওরফে ব্রজ গয়ালির জন্মদিনের পার্টিতে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাঁসখালি শেষ আপডেট: ০৩ মে ২০২২ ০৬:০১
Share:

ফাইল ছবি

শুধু তাঁর ভাই নয়, বাবাও যদি সত্যিই অপরাধী হন তবে এক জন মেয়ে হিসেবে তিনি তাঁরও শাস্তি চান বলে জানালেন নদিয়ায় কিশোরীর ধর্ষণ-মৃত্যু কাণ্ডে ধৃত মূল অভিযুক্তের দিদি সঙ্গীতা গয়ালি। তবে একই সঙ্গে তিনি মনে করেন, তাঁর ‘নির্দোষ’ বাবাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

গত ৪ এপ্রিল সঙ্গীতার ভাই সোহেল ওরফে ব্রজ গয়ালির জন্মদিনের পার্টিতে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। রক্তক্ষরণের জেরে পরের দিন ভোরে মেয়েটি মারা যায়। ব্রজর বাবা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দু গয়ালির বিরুদ্ধে হুমকি দিয়ে তড়িঘড়ি দেহ সৎকার করানো এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। শুক্রবার সিবিআই তাঁকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে সমরেন্দুর মেয়ে সঙ্গীতা বলেন, “ভাই কী করেছে, বলতে পারব না। আমি চাই সঠিক তদন্ত হোক। তাতে যদি প্রমাণিত হয় যে আমার বাবা দোষী, তা হলে বাবারও শাস্তি হোক। এক জন মেয়ে হিসেবে আমি এটা চাইছি।” কিন্তু পরক্ষণেই তাঁর দাবি, “বাবার সঙ্গে কথা বলে এটা বুঝেছি যে তিনি নির্দোষ। তাঁকে পারিপার্শ্বিক ও রাজনৈতিক ভাবে ফাঁসানো হচ্ছে। ভাইয়ের সঙ্গে আমার কথা হয়নি। তবে বাবা কোনও ভাবেই জড়িত নন।”

Advertisement

ঘটনার দিন সমরেন্দু বা তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না বলে ব্রজ আগেই জেরায় জানিয়েছে। সঙ্গীতা বলেন, “আমি আর আমার স্বামী ২ এপ্রিল ভেলোরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ১৭ তারিখ ফিরি। ওই পনেরো দিন বাবা-মা আর ভাই আমাদের বাড়িতেই থাকছিল।” তাঁর দাবি, ফিরে এসে তিনি শুনেছেন: নিজের বাড়িতে জন্মদিনের পার্টি সেরে ব্রজ ৮টার মধ্যে তাঁদের বাড়িতে ঢুকে গিয়েছিল। সমরেন্দু ফিরে গিয়েছিলেন সাড়ে ৭টাতেই।

সঙ্গীতার প্রশ্ন, “কী ঘটেছে, বাবা কী করে জানবে? ভাই নিশ্চয়ই এসে কিছু বলেনি!” তাঁর দাবি, “বাবা চিরকাল রাত ৮টার পর মোবাইল বন্ধ করে দেয়। আমার বিশ্বাস, বাবা নির্দোষ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement