স্ট্রোকে আক্রান্ত, হাসপাতালে গুরুদাস 

ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায়, মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছেন গুরুদাসবাবু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ০০:৪৬
Share:

প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা গুরুদাস দাশগুপ্ত। —ফাইল চিত্র।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা গুরুদাস দাশগুপ্ত। কয়েক দিন আগে চেতলার বাড়ির লনে হাঁটতে গিয়ে পড়ে যান তিনি।

Advertisement

ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায়, মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছেন গুরুদাসবাবু। সিওপিডি-জনিত শ্বাসকষ্ট ও হৃদ্‌যন্ত্রের সমস্যা তাঁর পুরনো। তবে হাসপাতাল ও সিপিআই সূত্রের বক্তব্য, এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

গুরুদাসবাবুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং সিপিআইয়ের নেতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement