Digital marketing

জেনে নাও ডিজিটাল মার্কেটিং-এর প্রভাব সম্পর্কে যাবতীয় তথ্য

নতুন রীতিনীতি এবং অনলাইন ব্যবসায় প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনায় বিশেষজ্ঞেরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১৫:২২
Share:

ডিজিটাল মার্কেটিং-এ কেরিয়ারের হদিস জেনে নাও ১৫ সেপ্টেম্বর।

দিন বদলের সঙ্গেই ডিজিটাল মার্কেটিং হয়ে উঠছে আরও বেশি শক্তিশালী। বিশেষত, অতিমারি পরিস্থিতিতে অনলাইন জগৎই যাবতীয় কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায়, তার চাহিদাও বাড়ছে ক্রমাগত।

Advertisement

প্রযুক্তির বদল এবং তার প্রভাবে পাল্টে যাওয়া দুনিয়া সম্পর্কে জানতে যোগ দিন ডিজিটাল মার্কেটিং: হাউ টু ব্র্যান্ড অ্যান্ড বুস্ট দ্য বিজনেস ওয়েবিনারে। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে থাকছে এই আলোচনা।

কখন: ১৫ সেপ্টেম্বর, বিকেল ৩টে

Advertisement

কী নিয়ে: অনলাইন মার্কেটিং-এর ক্রমবর্ধমান পরিধি এবং তার নতুন ধারায় আলোকপাত

যা থাকছে: বুঝে নাও ডিজিটাল বিজ্ঞাপন কী ভাবে কাজ করে এবং ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে ইমেল, অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার ভূমিকা কতখানি। প্রচলিত ধারার মার্কেটিং-এর তুলনায় ডিজিটাল মার্কেটিং কতটা কার্যকরী এবং তার উপর ভিত্তি করে নতুন কেরিয়ার বা কাজের সুযোগ কেমন- জেনে নাও তাও। ক্রেতার মনস্তত্ত্ব বুঝে কী ভাবে তাতে প্রভাব ফেলা যাবে, থাকছে সে সম্পর্কে ধারণাও।

বক্তা যাঁরা:

বিকাশ চাওলা, ডিজিটাল মার্কেটিং লিডার ও এঞ্জেল ইনভেস্টর- ডিজিটাল মার্কেটিং-নির্ভর এড-টেক সংস্থা ডিজগ্র্যাড এবং এ দেশে সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা মার্কেটিং সলিউশন সংস্থা সোশ্যাল বিট-এর সহপ্রতিষ্ঠাতা। লন্ডন স্কুল অফ ইকনমিকস-এর প্রাক্তনী, দ্য চেন্নাই এঞ্জেলস সংস্থার এঞ্জেল ইনভেস্টর এবং একাধিক নতুন স্টার্টআপের উপদেষ্টা বিকাশের বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রায় ১৫ বছরের। টাই-এর চার্টার মেম্বার এবং রাউন্ডটেবল, ব্রিটিশ বিজনেস গ্রুপ ও সিআইআই-এর ইয়ং ইন্ডিয়ান্স, ফেসবুক ইন্ডিয়া, এসএমই কাউন্সিলের মতো সংগঠনগুলির সক্রিয় সদস্য। ব্রিটিশ কাউন্সিল ইউকে অ্যালামনি অন্ত্রোপ্রন্যর অ্যাওয়ার্ড ২০২০ ফর ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া-র শিরোপা জেতার পাশাপাশি ২০১৮ সালে জায়গা করে নিয়েছিলেন লিঙ্কডইন-এর সেরা ৫০ কন্টেন্ট মার্কেটারের তালিকায়।

নন্দন সেনগুপ্ত, কলেজ অ্যাম্বাস্যাডর ফর ইন্ডিয়া, কেমব্রিজ মার্কেটিং কলেজ, সোয়েভসে- বি২বি প্রযুক্তি, সলিউশন মার্কেটিং অ্যান্ড প্রোজেক্ট ম্যানেজমেন্টে কেরিয়ার শুরু করার পরে এখন বিশেষত স্ট্র্যাটেজি এবং ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে পরামর্শ দানের কাজ করেন তিনি। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিসিস/ এথিকস, ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড আইওটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পড়ুয়াদের পথ দেখাচ্ছেন। ২০০৪ সাল থেকে ইউকে প্রবাসী নন্দন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন। মূল্যায়ন বিশেষজ্ঞ হিসেবে কেমব্রিজ সোয়েভসে-এর কেমব্রিজ অ্যাসেসমেন্ট ডিভিশনে থাকার পাশাপাশি বিভিন্ন ভারত-ইউকে শিক্ষা প্রকল্পে যুক্ত। ডিজিটাল ট্রান্সফর্মেশন ক্ষেত্রে ম্যাকাউটের পরামর্শদাতা এবং ইএসকে নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ডিরেক্টর পদেও রয়েছেন তিনি।

অতনু ঘোষ, ম্যানেজিং পার্টনার, ব্লুবিকস সলিউশনস- ডিজিটাল ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে শিক্ষা, গবেষণা, পরামর্শ দান ও প্রশিক্ষণের একাধিক ভূমিকা পালন করেন। ই-কমার্স প্রযুক্তি ও অ্যানালিটিকস প্ল্যাটফর্ম সল্ট অ্যান্ড সোপ-এরও প্রতিষ্ঠাতা। ব্লুবিকস-এর ম্যানেজিং পার্টনার হিসেবে তাঁর কাজ ভারত ও ইউকে-র বিভিন্ন শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে ডিজিটাল ট্রান্সফর্মেশন ও টেকনোলজি ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর্স ডিজাইন করা। এর আগে আইবিএমের ডিরেক্টর, পিডব্লিউসি কনসাল্টিং-এর অধ্যক্ষ এবং ভারত, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও চিনের ফরচুন ১০০ সংস্থাগুলির পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। এক্সএলআরআই, আইআইএম কলকাতা ও উদয়পুর, আইআইটি খড়্গপুর ও প্র্যাক্সিস বিজনেস স্কুলে ভিজিটিং ফ্যাকাল্টি এবং ক্যালকাটা মিডিয়া ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং-এর বিভাগীয় প্রধান হিসেবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন পড়ুয়াদের সঙ্গে।

অভিষেক মুখোপাধ্যায়, ওলা, মিন্ত্রা, ইউনিলিভারের প্রাক্তন কর্তা- এফএমসিজি, ডেটা সায়েন্স কনসাল্টিং এবং ই-কমার্সে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে এখন নিজস্ব ব্যবসা শুরু করেছেন। ইউনিলিভার, মিন্ত্রা, ব্রিটানিয়া ও ওলা-র মতো নামী সংস্থায় কার্যকরী ভূমিকা পালনের পাশাপাশি ডিজিটাল-ফার্স্ট এবং ক্রেতার বিভিন্ন সমস্যা সমাধানকারী ডেটা-নির্ভর ব্যবসায় তাঁর আগ্রহ বরাবরই ছিল বেশি। ফরচুন ৫০০ সংস্থাগুলিকে পরামর্শদান থেকে মিন্ত্রায় ডিজিটাল-ফার্স্ট ব্র্যান্ড তৈরি- শিল্পজগতে বিবিধ কাজের অভিজ্ঞতায় তিনি এখন গো-টু-মার্কেট ধারায় যাবতীয় বিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

উপস্থিতির শংসাপত্র: সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। ডিজিটাল মার্কেটিং: হাউ টু ব্র্যান্ড অ্যান্ড বুস্ট দ্য বিজনেস ওয়েবিনারে রেজিস্টার করো এখানে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement