প্রতীকী ছবি।
আংশিক সময়ের শিক্ষকদের মতো ৬০ বছর পর্যন্ত চাকরির স্থায়িত্ব ও নির্দিষ্ট বেতন-কাঠামোর দাবিতে ফের পথে নামছেন পশ্চিমবঙ্গ অতিথি অধ্যাপক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ বলেন, ‘‘হাজরা মোড়ে ১৮ জুলাই ফের অবস্থান-বিক্ষোভ হবে আমাদের। প্রায় আড়াই হাজার অতিথি অধ্যাপক বিক্ষোভ-অবস্থানে যোগ দেবেন।’’
গোপালবাবু জানান, এর আগে একাধিক বার তাঁরা মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। ফল হয়নি। ‘‘যত ক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলছেন, আমরা হাজরা মোড়ে বসে থাকব। প্রয়োজনে অনশনও করতে পারি,’’ বলেন গোপালবাবু। তিনি জানান, ১৫ দিনের মধ্যে বৈঠকে বসবেন বলে ৮ জুন আশ্বাস িদয়েও শিক্ষামন্ত্রী কথা রাখেননি। সমিতি জানাচ্ছে, ইউজিসি-র নিয়ম অনুযায়ী ক্লাস-পিছু অতিথি অধ্যাপকদের পাওয়ার কথা ১৫০০ টাকা। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও কলেজে ক্লাস-পিছু মাত্র ১০০, কোথাও ২০০, কোথাও মাসে তিন বা পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে!
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।