প্রতীকী ছবি।
চতুর্শ শ্রেণির (গ্রুপ ডি) পদের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবস্থানে আপত্তি করল পুলিশ। ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা এই প্রার্থীরা বুধবার গাঁধীমূর্তির নীচে অবস্থান করতে গেলে তাঁদের ১২০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এ ব্যাপারে নবান্নের সংশ্লিষ্ট বিভাগে বারবার যোগাযোগ করেও কাজ না হওয়ায় এ দিন থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁদের দাবি, অবস্থানের জায়গাটি সেনাবাহিনীর হওয়ায় তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধাই দেয়।