State News

গ্রুপ ডি চাকরির দাবিতে অবস্থান, গ্রেফতার

আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৪
Share:

প্রতীকী ছবি।

চতুর্শ শ্রেণির (গ্রুপ ডি) পদের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবস্থানে আপত্তি করল পুলিশ। ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা এই প্রার্থীরা বুধবার গাঁধীমূর্তির নীচে অবস্থান করতে গেলে তাঁদের ১২০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এ ব্যাপারে নবান্নের সংশ্লিষ্ট বিভাগে বারবার যোগাযোগ করেও কাজ না হওয়ায় এ দিন থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁদের দাবি, অবস্থানের জায়গাটি সেনাবাহিনীর হওয়ায় তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধাই দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement