প্রতীকী ছবি।
এক সঙ্গে ২৫ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের ভিড় সামলাতে আগাম ব্যবস্থা নিল রাজ্য। বাড়ানো হল যানবাহনের সংখ্যা। মোতায়েন করা হল অনেক বেশি সংখ্যক পুলিশ।
শনিবার বেলা আড়াইটা থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে গ্রুপ ডি-র পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে এবং ফিরতে সমস্যা না হয়, তার জন্য বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিয়ালদহ মেন লাইনে অতিরিক্ত ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল। পাশাপাশি মেট্রো রেলের সংখ্যাও বাড়ানো হবে। মেট্রো রেল সূত্রে খবর, সাধারণত দিনে ২৩০টি করে মেট্রো চলে। এ দিন অন্তত ৩০০টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে বাসের সংখ্যাও। নবান্ন সূত্রে খবর, অন্য দিনে যেখানে মোটামুটি সাড়ে নশো সরকারি বাস রাস্তায় নামে, এ দিন সেখানে নামানো হচ্ছে অতিরিক্ত শ’দেড়েক বাস। এ ছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়েই অনেক বেশি সংখ্যক পুলিশ মোতায়েন থাকছে বলে নবান্ন সূত্রে খবর। পরীক্ষাকেন্দ্রে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ ক্যাম্প।
আরও পড়ুন: খুশি, তবু আরও নেতা গ্রেফতারের আশঙ্কা মমতার
এই ধরনের বড় মাপের পরীক্ষার সময়ে আগে অনেক ক্ষেত্রেই পরিবহণ সমস্যায় ভুগতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের। এ বারে সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লক্ষ। যার মধ্যে অন্য রাজ্য থেকে আসছেন ৫ লক্ষ পরীক্ষার্থী। তার সঙ্গে যোগ হবে এক বা একাধিক অভিভাবক। কারও যাতে কোনও অসুবিধা না হয় এবং পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে হয়, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।