Jagdeep Dhankhar

Jagdeep Dhankhar: হাসপাতালে ভর্তি শুভেন্দুর মা গায়ত্রী, সস্ত্রীক দেখতে গেলেন রাজ্যপাল

শুভেন্দু ও দিব্যেন্দু অধিকারীর মা গায়ত্রী বেশ কয়েকদিন ধরে অসুস্থ জেরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি আছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ১৯:৪০
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল চিত্র

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারীকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ সস্ত্রীক তিনি হাসপাতালে যান। কিছু ক্ষণ সেখানে ছিলেন রাজ্যপাল। পরে টুইট করে সে কথা জানান তিনি।

Advertisement

শিশির অধিকারীর পত্নী তথা শুভেন্দু ও দিব্যেন্দু অধিকারীর মা গায়ত্রী বেশ কয়েকদিন ধরে অসুস্থতার জেরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি আছেন। সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে যাওয়ার কথা নিজেই টুইট করে জানান রাজ্যপাল। সেই মতো তিনি হাসপাতালে যান। দেখা করেন শুভেন্দুর মায়ের সঙ্গে। পরে আবার টুইট করে সে কথা জানান ধনখড়। টুইটে তিনি লেখেন, 'রাজ্যপাল এবং রাজ্যের প্রথম মহিলা শ্রীমতী সুদেশ ধনখড় হাসপাতালে গিয়েছিলেন। গায়ত্রী অধিকারীর স্বাস্থ্য ও সুস্থতার খবর নিতে।'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement