ফাইল ছবি।
রাজ্যপাল ও নবান্নের লড়াই শেষ হওয়ার নাম নেই। শহিদ দিবসে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে বাধা দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে জবাব তলব করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, জবাব দেয়নি নবান্ন। এ বার কার্যত চরমসীমা বেঁধে দিলেন তিনি।
ফের টুইটে রাজ্যপাল বললেন, রাজ্যের মুখ্যসচিবকে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নেতাইয়ে বাধা দিল রাজ্য পুলিশ, তার জবাব দিতে হবে। যদি জবা না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। যা একেবারেই বরদাস্ত করা হবে না।
কয়েক দিন আগে একই ইস্যুতে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন ধনখড়। কিন্তু তাঁরা আসেননি। তাতে ক্ষুব্ধ হয়েও টুইট করেছিলেন রাজ্যপাল। এ বার চরমসীমা বেঁধে দিলেন তিনি।