State news

কেন্দ্রের সুরে কথা বলছেন রাজ্যপাল, পাল্টা তোপ মমতার

সেনা কর্মসূচিকে ঘিরে কেন্দ্র-রাজ্য বাদানুবাদ নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মন্তব্যে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই রাজ্যপাল বলেন, ‘সেনার বিরুদ্ধে কিছু বলার আগে যে কারও সতর্ক হওয়া উচিত।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ১৯:১১
Share:

—ফাইল চিত্র।

সেনা কর্মসূচিকে ঘিরে কেন্দ্র-রাজ্য বাদানুবাদ নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মন্তব্যে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই রাজ্যপাল বলেন, ‘সেনার বিরুদ্ধে কিছু বলার আগে যে কারও সতর্ক হওয়া উচিত।’ দুপুরেই টুইটারে এর বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। লেখেন, “রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুরে কথা বলছেন। আট দিন ধরে তিনি এই শহরেই ছিলেন না।” এখানেই থামেননি মমতা। পরেই আর একটি টুইটে লেখেন, “বিবৃতি দেওয়ার আগে সব কিছু খতিয়ে দেখা উচিত ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক।”

Advertisement

শুধু মুখ্যমন্ত্রীর বিবৃতিই নয়, তৃণমূলের মন্ত্রী, বিধায়কদের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে ত্রিপাঠীর সঙ্গে দেখা করেও প্রতিবাদ জানান। রাজ্যপালের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। দলের নেতৃত্বে ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে রাজভবন থেকে বেরিয়ে পার্থ বলেন, শহরে না থেকেও কী করে এক তরফা মতামত দিলেন তিনি তা নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যপালকে। সেনার মতামত শুনেই তিনি এমন প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানান রাজ্যপাল, এমনই দাবি তৃণমূলের। পার্থ বলেন, “এটা ঠিক নয়। আমরা এটা ভাল ভাবে নিচ্ছি না। অনেকে ধরে নিতে পারেন উনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।”

তৃণমূলের এই অভিযোগ এবং প্রতিবাদ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।

Advertisement

আরও পড়ুন: সেনার বিরুদ্ধে মন্তব্য করার আগে সতর্ক হওয়া উচিত: রাজ্যপাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement