সি ভি আনন্দ বোস। —ফাইল চিত্র।
আইসিসিআর-এর একটি অনুষ্ঠান নিয়ে এক্স হ্যান্ডলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরলের কয়েক জন চিত্রশিল্পীর ছবি-প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল তাঁর। তাতে বিশিষ্ট অতিথি হিসেবে সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ থাকবেন ঠিক হয়েছিল। শিল্পোদ্যোগী মঞ্জুশ্রী খেতানের মৃত্যুর জেরে তাঁকে শ্রদ্ধা জানাতে যাবেন বলে ঊষা ওই অনুষ্ঠানে যোগ দিয়েও আয়োজকদের কাছে দ্রুত বেরনোর অনুমতি চেয়েছিলেন।
ঊষা আগে বেরিয়ে যাবেন, এই খবর আগাম পেয়ে যান রাজ্যপাল। তিনি বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে জানান, রাজ্যপালের অনুষ্ঠানের প্রোটোকল অনুযায়ী যে কোনও অনুষ্ঠানে তিনি সবার শেষে যান এবং সবার আগে বেরিয়ে আসেন। ঊষা অনুষ্ঠান স্থল ছেড়ে আগে বেরোলে সেই রীতি ভঙ্গ হবে।
এই পরিস্থিতি এড়াতে রাজ্যপাল তাঁর এডিসি মারফত অনুষ্ঠানের আয়োজকদের ঊষাকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করাতে বলেছিলেন। তিনি অনুষ্ঠান থেকে বিরত থাকছেন বলে বোস জানান। তবে ২০ মে পর্যন্ত ওই প্রদর্শনীতে পরে তিনি অবশ্যই যাবেন এটাও বোস জানিয়ে রাখেন।
বোসের পরামর্শে তিনি উদ্বোধন করেন বলে অনুষ্ঠানে জানান ঊষা। এর পরেও রাজ্যপালের এক্স হ্যান্ডলে ওই মন্তব্য নিয়ে অনেকেই ধন্দে। ঊষার ঘনিষ্ঠমহল সূত্রে শুক্রবার জানা গিয়েছে, রাজ্যপালের সৌজন্যে তিনি মুগ্ধ। রাজভবনের তরফে অবশ্য রাজ্যপালের বক্তব্য ব্যাখ্যা করা হয়নি।