সি ভি আনন্দ বোস। —ফাইল চিত্র।
রাজভবন এবং নবান্নের বিরামহীন তিক্ততা এবং বিতর্কের মাঝে বুধবার সকালে রাজ্যপালের গলায় শোনা গিয়েছিল কিঞ্চিৎ কৌতুক।
রাজভবনে ‘গ্লোবাল এনার্জি পার্লামেন্ট’-এর সভায় ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কাছে আচমকাই মহাকাশে পাড়ি দেওয়ার আবদার করে বসেন সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে ইসরো’র গগনযানে চাপিয়ে মহাকাশে নভশ্চর পাঠানোর প্রস্তুতি নিয়ে যখন আলোচনা চলছে তখনই আবদারের সুরে রাজ্যপাল বলেন, ‘‘যদি কোনও দিন মহাকাশে মানুষ পাঠানো হয়, তা হলে আমার কথা মনে রাখবেন। আমি আগ্রহী।’’
তা যে নিছক ‘কৌতুক’ নয়, বিকেলেই অন্য এক অনুষ্ঠানে সে কথা জানিয়ে দেন রাজ্যপাল। রাজ্যপালের সংক্ষিপ্ত জবাব, ‘‘আমি এ ব্যাপারে (মহাকাশে পাড়ি) খুবই আগ্রহী!’’ কলকাতার প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট জেনারেল-এর দফতরে এ দিন ‘অডিট দিবস’-এর অনুষ্ঠানেও তাঁর গলায় শোনা গিয়েছে কৌতুক। তিনি বলেন, ‘‘সরকারি অর্থ (পাবলিক মানি) জনগনেরই টাকা। তা যেন একটা কুমীর বোঝাই জলার মতো। অতি সতর্ক হয়ে তার উপরে নজরদারি চালানো অডিট বিভাগের দায়িত্ব!’’ তিনি বলেন, ‘‘সরকারি অর্থ যা এক অর্থে মানুষের টাকা, তার উপরে নজরদারিতে চোখ-কান খোলা রাখা অবশ্য কর্তব্য।’’