Suvendu Adhikari

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আর্জি রাজ্যের, লিখিত বক্তব্য জানতে চাইল কোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যমৃত্যুর প্রতিবাদে গত ১৭ অক্টোবর বিজেপির কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ২০:০২
Share:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করল রাজ্য। তাঁর বিরুদ্ধে মামলা করতে চেয়ে আবেদন করা হয় পুলিশের তরফে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, পুলিশের আবেদনের বিরোধিতা করে লিখিত বক্তব্য জানাতে পারবেন শুভেন্দু। আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যমৃত্যুর প্রতিবাদে গত ১৭ অক্টোবর বিজেপির কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশের অভিযোগ, ওই কর্মসূচিতে কর্তব্যরত পুলিশকর্মীদের কটূক্তি করেন শুভেন্দু। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ‘‘বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশ এফআইআর করতে চায়। তিনি অত্যন্ত খারাপ ভাষায় পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশকে গালিগালাজ করেছেন। ওই ঘটনার ভিডিয়ো ফুটেজ আদালতে জমা দেওয়া যেতে পারে। অন্য কর্মসূচিতেও শুভেন্দুকে পুলিশের উদ্দেশে খারাপ মন্তব্য করতে দেখা গিয়েছে।’’

শুভেন্দুর আইনজীবী পরমজিৎ সিংহ পাটোয়ালির বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে নতুন মামলা করতে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশ নজরে রাখা প্রয়োজন। হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা গত ডিসেম্বরে নির্দেশ দিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে। বিচারপতি মান্থার নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। এর আগে নতুন এফআইআর করার নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাটি আবার হাই কোর্টে ফেরত পাঠানো হয়েছে। তাই আগে ওই মূল মামলাগুলির অবস্থান স্পষ্ট হওয়া দরকার। না হলে তার আগে নতুন এফআইআর করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাঁর আইনজীবীর কথায়, যাদবপুরে শুভেন্দু ‘অপরাধযোগ্য’ কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবার বিচারপতি সেনগুপ্ত জানান, আগামী ৬ সেপ্টেম্বর থেকে মূল মামলাগুলির শুনানি শুরু করবে আদালত। তবে নতুন আবেদনের ভিত্তিতে শুভেন্দুর আইনজীবীরা লিখিত বক্তব্য জমা দেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement