Third Gender

রেশনের একটি আর্জিও বাতিল নয় তৃতীয় লিঙ্গের 

এখনও পর্যন্ত রাজ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের করা ১১১৩০ টি আবেদনের মধ্যে ১০৯০১টি আবেদন গ্রাহ্য হয়েছে। বাকি ২২৯টি খতিয়ে দেখার কাজ চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০৩:২৮
Share:

তৃতীয় লিঙ্গে

তৃতীয় লিঙ্গের মানুষ ও বঞ্চিত মহিলাদের ডিজিটাল রেশন কার্ড যাতে দ্রুত হয়, তার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। আর এখনও পর্যন্ত রাজ্যে তৃতীয় লিঙ্গের ১১১৩০ আবেদনের মধ্যে একটিও বাতিল হয়নি। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কালিম্পংয়ে অবশ্য রেশন কার্ডের জন্য এখনও পর্যন্ত কোনও আবেদন জমা দেননি তৃতীয় লিঙ্গের মানুষ। তার সঙ্গেই বঞ্চিত মহিলাদের ক্ষেত্রেও কালিম্পং আবেদন শূন্য।

Advertisement

এখনও পর্যন্ত রাজ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের করা ১১১৩০ টি আবেদনের মধ্যে ১০৯০১টি আবেদন গ্রাহ্য হয়েছে। বাকি ২২৯টি খতিয়ে দেখার কাজ চলছে। একটিও আবেদন বাতিল হয়নি। ১০৪০৪ জন বঞ্চিত মহিলার আবেদনের মধ্যে ৯৭৮২ ডিজিটাল রেশন কার্ডের জন্য ছাড়পত্র পেলেও ২০১টি বাতিল হয়েছে। আর বিবেচনায় রয়েছে ৪২১টি।

উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ২৩৩৫ আবেদন জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। দক্ষিণ ২৪ পরগনায় আবেদনের সংখ্যা ১৩৪০। মুর্শিদাবাদ আর পূর্ব মেদিনীপুরের আবেদন এগারোশো ছাড়িয়েছে। কলকাতায় ৬টি আবেদন আর জলপাইগুড়িতে দু’টি আবেদন জমা পড়েছে। তৃতীয় লিঙ্গের মতো বঞ্চিত মহিলাদের আবেদনের নিরিখে বাকিদের টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement