Hollong Bungalow

পুজোর আগেই কি খুলছে হলং বাংলো

বনমন্ত্রী বিরবাহা হাঁসদার বক্তব্য, পর্যাটন দফতরের সঙ্গে যৌথ ভাবে সেই চেষ্টা করা হচ্ছে। বিধানসভায় বুধবার মন্ত্রী জানিয়েছেন, হলং বাংলোয় অগ্নিকাণ্ডের পরে পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছিল, তার রিপোর্ট পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ০৮:১৩
Share:

ভষ্মীভূত হলংয়ের বনবাংলো। —ফাইল চিত্র।

দুর্গাপুজোর আগেই ডুয়ার্সে পর্যটকদের জন্য হলং বনবাংলো খুলে দিতে চায় রাজ্য সরকার। বনমন্ত্রী বিরবাহা হাঁসদার বক্তব্য, পর্যাটন দফতরের সঙ্গে যৌথ ভাবে সেই চেষ্টা করা হচ্ছে। বিধানসভায় বুধবার মন্ত্রী জানিয়েছেন, হলং বাংলোয় অগ্নিকাণ্ডের পরে পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছিল, তার রিপোর্ট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই নতুন করে বাংলোটি তৈরি হবে। পর্যটন দফতরের (পর্যটন উন্নয়ন নিগমের আওতায়) হাত থেকে বন বাংলোটির দায়িত্ব হাতে চাইছে বন দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement