Utsashree Portal

আবার ছ’মাস বন্ধ ‘উৎসশ্রী’ পোর্টাল, শিক্ষক বদলির প্রক্রিয়া কেন বন্ধ রাখছে স্কুল শিক্ষা দফতর?

বিজ্ঞপ্তিতে বিকাশ ভবনের তরফে এসএসসির অনুরোধের কথা জানানো হয়েছে। এসএসসি জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে। সেই সংক্রান্ত কারণেই বন্ধ রাখা হোক পোর্টালটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আরও ছ’মাসের জন্য ‘উৎসশ্রী’ পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দফতর জানাল, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে ‘উৎসশ্রী’ পোর্টালের পরিষেবা। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর অনুরোধকে মান্যতা দিয়ে শিক্ষা দফতর ওই পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ওই পোর্টালের মাধ্যমে শিক্ষকেরা বদলির আবেদন করতেন। এর আগেও একাধিক জটিলতার কারণে ওই পোর্টাল বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

বিজ্ঞপ্তিতে বিকাশ ভবনের তরফে এসএসসির অনুরোধের কথা জানানো হয়েছে। এসএসসি জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে। সেই সংক্রান্ত কারণেই বন্ধ রাখা হোক পোর্টালটি। সেই আবেদন মেনে নিয়ে পোর্টালটি বন্ধ রাখার কথা জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এসএসসি (সাধারণ বদলি, বিশেষ ক্ষেত্রে বদলি, স্থানান্তর)-র ২০১৫ সালের নীতি মেনে এই সিদ্ধান্ত।

এর আগেও ‘উৎসশ্রী’ পোর্টাল বার বার হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছে। হাই কোর্টে বিভিন্ন মামলার শুনানিতে পোর্টালের অপব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষক বদলি নিয়ে নির্দেশিকা তৈরি করেছিল রাজ্য। তা থেকেও পিছু হঠে গিয়েছিল। ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন, ‘‘উৎসশ্রী পোর্টাল এই নিয়ে চার বার নোটিস দিয়ে বন্ধ করল স্কুল শিক্ষা দফতর। নিয়োগ প্রক্রিয়ার কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে। অথচ নিয়োগ সংক্রান্ত কোনও সমস্যা নেই এবং দু’বছরে স্কুল স্তরে নিয়োগ অসম্পূর্ণ। পোর্টালটি বন্ধ রাখার কোনও কারণ নেই। শুধুমাত্র পরিকল্পনার অভাবের জন্যই ছ’মাস পোর্টাল বন্ধের নোটিস দিচ্ছে স্কুল শিক্ষা দফতর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement