সরকারি কর্মীরাও বললেন দিদিকে

আপনার নম্বর নথিভুক্ত হয়ে গেছে। আমরা আপনাকে খুব তাড়াতাড়ি ফোন করব। এ ছাড়াও আপনার মতামত বা সমস্যা জানাতে পারেন আমাদের ওয়েবসাইট www.didikebolo.com-এ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০১:২৯
Share:

রাজ্য সরকারি কর্মীদের ধর্নামঞ্চ থেকেই ফোন গেল ‘দিদিকে বলো’র নম্বরে। জানতে চাওয়া হল, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশন কবে থেকে চালু হবে? কেটে গেল ফোন। পর ক্ষণেই ফোনে বার্তা এল, ‘‘আমাদের ফোন করার জন্য ধন্যবাদ। আপনার নম্বর নথিভুক্ত হয়ে গেছে। আমরা আপনাকে খুব তাড়াতাড়ি ফোন করব। এ ছাড়াও আপনার মতামত বা সমস্যা জানাতে পারেন আমাদের ওয়েবসাইট www.didikebolo.com-এ।’’ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন চালু এবং বদলি-সন্ত্রাস বন্ধের দাবিতে বুধবার কলকাতা পুরসভার মূল কার্যালয়ের সামনে অবস্থান করে সরকারি, আধা সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। সেখান থেকেই এক সরকারি কর্মী ‘দিদিকে বলো’র নম্বরে ফোন করে ওই জবাব পান। পাশাপাশি, এ দিনই একই দাবিতে ভারত সভা হলে একটি কনভেনশন করে সরকারি কর্মীদের ১২টি সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement