সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার, গ্রেফতার চার

নদিয়া-মুর্শিদাবাদের কয়েকটি গ্রামে তল্লাশি চালিয়ে প্রচুর সোনা, নগদ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে মঙ্গলবার বহরমপুরের নন্দনপুর সীমান্তে ধরা পড়েন এক মহিলা।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৫
Share:

নদিয়া-মুর্শিদাবাদের কয়েকটি গ্রামে তল্লাশি চালিয়ে প্রচুর সোনা, নগদ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে মঙ্গলবার বহরমপুরের নন্দনপুর সীমান্তে ধরা পড়েন এক মহিলা। নিরাচন বিবি নামে ওই মহিলা ন’টি সোনার বিস্কুট পাচারের চেষ্টা করছিলেন বলে বিএসএফের অভিযোগ। ওই সোনার বাজারদর ৩০ লক্ষ ২৬ হাজার টাকা। নিরাচনকে জেরা করে ওই দিনই সীমান্ত থেকে রহিত শেখ ও সাদেক শেখ নামে অন্য দু’জনকে গ্রেফতার করা হয়। তার পরেও বিস্ময় অপেক্ষা করছিল পুলিশ এবং বিএসএফ অফিসারদের জন্য। ধৃত তিন জনকে জেরা করে জানা যায়, নদিয়ার করিমপুরের রাউতবাটি গ্রামে তাঁদের বাড়ি। জেরায় উঠে আসে রুবিনা বিবি নামে অন্য এক মহিলার নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement