Luizinho Faleiro

Luizinho Faleiro: ফেলেরোর মনোনয়ন

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ, মঙ্গলবার। এই আসনে এখনও অন্য কোনও প্রার্থী না থাকায় ফেলেরোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ০৮:০৯
Share:

রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিচ্ছেন তৃণমূল প্রার্থী লুইজিনহো ফেলেরো নিজস্ব চিত্র।

রাজ্যসভার শূন্য আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন লুইজ়িনহো ফেলেরো। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মনোনয়নে হাজির ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ, মঙ্গলবার। এই আসনে এখনও অন্য কোনও প্রার্থী না থাকায় ফেলেরোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা রয়েছে। তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ায় তাঁর শূন্য স্থানে ফেলেরোকে প্রার্থী করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement