পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
বুধবার সকাল ১০টা ৪৫মিনিটে রাজভবনে শপথ নেওয়ার কথা ছিল। মিনিট ২০ আগেই রাজভবনে পৌঁছে যান মমতা। ছবিতে বাঁদিক থেকে তাঁর সঙ্গে গৌতম সান্যাল, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী।
রাজভবনে শপথের আগে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য বিনিময়।
শপথ বাক্য পড়ে নিচ্ছেন।
রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনখ়়ড়ের সঙ্গে মমতা।
অনুষ্ঠানের অতিথিরা: সামনের সারিতে প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দ্বিতীয় সারিতে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস।
তবে আমন্ত্রিত হলেও শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, প্রাক্তন দলনেতা আব্দুল মান্নান, সিপিএম-এর বর্ষীয়ান নেতা বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা মনোজ টিজ্ঞা। আমন্ত্রণ পেয়ে আসেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরোধী নেতাদের মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শুধুমাত্র কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
রাজভবনে শতাব্দী।
শপথ বাক্য।
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
শপথ নেওয়ার পর স্বাক্ষর।
অভিষেক এবং রাজ্যপাল ধনখড়।
গার্ড অব অনার নিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
নবান্নে ঢোকার আগে গার্ড অব অনার মুখ্যমন্ত্রীকে।
নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর আসনের সামনে।
তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে। মমতা বন্দ্যোপাধ্যায়।