Crime

আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিকা

গত ২০ অক্টোবর আত্মহত্যা করেন বাদামতলা এলাকারই বাসিন্দা সুদীপ্ত সাহা নামে এক যুবক। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ২১:৫৪
Share:

পুলিশ হেফাজতে সহেলি সর্দার। নিজস্ব চিত্র

প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল প্রেমিকাকে। এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার বাদামতলায়। ধৃত তরুণীকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

গত ২০ অক্টোবর আত্মহত্যা করেন বাদামতলা এলাকারই বাসিন্দা সুদীপ্ত সাহা নামে এক যুবক। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের দাবি, সহেলি সর্দার নামে ওই তরুণীকে ভালবাসতেন সুদীপ্ত। দীর্ঘ দিন ধরেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে বনিবনা না হওয়ায় সহেলি যোগাযোগ রাখা বন্ধ করে দেন। এর পর গত মাসে আত্মহত্যা করেন সুদীপ্ত। সুদীপ্তর পরিবারের অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহেলি।

এ নিয়ে হাবড়া থানায় গত ২৬ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ্তর মা রিতা সাহা। পুলিশ বুধবার সহেলিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। এ দিনই তাঁকে বারাসত আদালতে তোলা হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে এক দিনে রেকর্ড সুস্থ, ৯ শতাংশের নীচে সংক্রমণের হার

আরও পড়ুন: শুভেন্দু আলাদা সভা করতেই পারেন, মমতার বিরুদ্ধে কিছু বলেননি: শিশির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement