গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠক করেন ফিরহাদ। ফাইল চিত্র
রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সাধারণ মানুষের সঙ্গে সংক্রমিত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী। সোমবার থেকে রাজ্যে জারি হয়েছে বিধিনিষেধ। এমতাবস্থায় গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার কলকাতার মেয়রকে মেলা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘‘গঙ্গাসাগরের জন্য পরিবহণ দফতর পর্যাপ্ত বাসের ব্যবস্থা করেছে। ওখানে টিকাকরণেরও ব্যবস্থা করা হয়েছে।’’ ঘটনাচক্রে, কলকাতার মেয়র ফিরহাদ রাজ্যের পরিবহণ মন্ত্রীও বটে।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে মঙ্গলবার একটি বৈঠক করেন ফিরহাদ। তার পর বলেন, ‘‘আউট্রাম ঘাটে যে ট্রানজিট ক্যাম্পগুলি হয়, সেখানে কোভিড পরীক্ষা কারা করবেন, জলের ব্যবস্থা কী হবে, সেখানে যদি কেউ কোভিড পজিটিভ হন, তা হলে তাঁকে কোথায় ভর্তি করানো হবে, সেফ হোমে কী ভাবে নিয়ে যাওয়া হবে—এই সব নিয়ে আলোচনা হয়েছে। যাঁরা আসছেন, তাঁদের স্যানিটাইজ করার ব্যবস্থা, দিনে ক’বার জীবাণুমুক্তকরণ হবে, কোন সময় বাসগুলি যাবে—এমন বিবিধ বিষয় নিয়ে আজ বৈঠক ছিল। বিভিন্ন দফতরের সঙ্গে এই বৈঠকের পর আমরা একটা রূপরেখা তৈরি করতে পেরেছি। ৭ তারিখের মধ্যে প্রস্তুতি শেষ করে ফেলতে পারব। যাঁরা টিকা নিয়ে আসেননি, তাঁদের টিকা দেওয়ার জন্য আউট্রাম ঘাটে ব্যবস্থা করা হবে।’’
কোভিড-কাঁটায় কুম্ভ মেলা বাতিল হলেও গঙ্গাসাগর মেলা কেন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এ নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। দিলীপের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘‘মেলার মধ্যে দিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নতি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।’’ প্রসঙ্গত, দিলীপ সম্প্রতি একটি মেলার উদ্বোধন করেছেন। সেই প্রসঙ্গ উঠতে ফিরহাদের বক্তব্য, ‘‘ওঁরা মেলা করলে তা যদি গ্রামের অর্থনীতিকে উন্নতি করে, তা হলে মমতাদি করলে তা হবে না কেন। ওঁর মেলা উদ্বোধনের মধ্যে দিয়ে তো মমতাদির বক্তব্যই স্পষ্ট হল, যে মেলার মধ্যে দিয়ে অর্থনীতির উন্নতি সম্ভব।’’
কোভিড মোকাবিলায় কলকাতা পুরসভা যে ব্যবস্থা নিচ্ছে সে বিষয়েও জানান মেয়র। বলেন, ‘‘ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি নেওয়া হচ্ছে। আজও ৫৭টি স্কুলে টিকাকরণ হয়েছে। তবে কিছু জায়গায় ভিড় হচ্ছে। আমরা তো গণতান্ত্রিক দেশ। এখানে তো লাঠি দেখিয়ে ভিড় আটকানো যাবে না। অনুরোধ করা হচ্ছে। মাইকিং হচ্ছে। মানুষ নিশ্চয়ই সচেতন হবেন।’’