Ganga Aarti

অচিরেই কলকাতার ঘাটে হবে গঙ্গারতি

গঙ্গারতি অনুষ্ঠান করতে গিয়ে মঙ্গলবারেই কলকাতা পুলিশের সঙ্গে এক প্রস্ত হাতাহাতিতে জড়িয়ে ছিলেন বিজেপি নেতা-সমর্থকেরা। এ দিন অবশ্য সে প্রসঙ্গ উত্থাপন করেননি তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ০৬:৪০
Share:

বাবুঘাটে গঙ্গাসাগরের ট্রানজ়িট শিবিরে স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ্য মুখ্যমন্ত্রীর। ছবি: স্বাতী চক্রবর্তী

বারাণসীর ধাঁচে শহর কলকাতায় গঙ্গারতির কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। বুধবার, বাবুঘাটে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘‘স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাবুঘাটে সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা। বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির কথা বলেছিলাম। সেই প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছে। শেষ হলেই গঙ্গারতি শুরু হবে।’’ সেই সঙ্গে দক্ষিণেশ্বর এবং বেলুড়েও যে গঙ্গারতির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, আগাম তা জানিয়েও রেখেছেন তিনি।

Advertisement

গঙ্গারতি অনুষ্ঠান করতে গিয়ে মঙ্গলবারেই কলকাতা পুলিশের সঙ্গে এক প্রস্ত হাতাহাতিতে জড়িয়ে ছিলেন বিজেপি নেতা-সমর্থকেরা। এ দিন অবশ্য সে প্রসঙ্গ উত্থাপন করেননি তিনি। তবে, বিজেপির নামোচ্চারণ না করেও গেরুয়া শিবিরকে ঠারেঠোরে কটাক্ষ করতে কসুর করেননি মুখ্যমন্ত্রী। তিনি ফের মনে করিয়ে দিয়েছেন, কুম্ভ মেলা দিল্লির অনুদান-পুষ্ট। সে মেলা রেল ও সড়কপথে সুগম। কেন্দ্রীয় অনুদানহীন গঙ্গাসাগর মেলা প্রায় যোগাযোগহীন জলবেষ্টিত এক প্রান্তিক জায়গায় হওয়া সত্ত্বেও সে মেলায় পুণ্যার্থীদের থেকে কোনও কর নেওয়া হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement