ফাইল চিত্র।
এ বার ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকেই প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও নেতাজি সংক্রান্ত পুরনো দাবি স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। চিঠিতে তিনি বলেছেন, শুধু ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু করলেই নেতাজির প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন হয় না। নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা, তাঁর নামে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামকরণ, নেতাজির অন্তর্ধান এবং আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত নথি প্রকাশ-সহ এক গুচ্ছ দাবি ফের প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন দেবব্রতবাবু। বাম শরিক সিপিআইয়ের রাজ্য সম্পাদর স্বপন বন্দ্যোপাধ্যায় রবিবারই অভিযোগ করেছেন, বিজেপি স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানকে ‘হাইজ়্যাক’ করে নিজেদের মতো করে খেলায় মত্ত! বামফ্রন্ট সরকার বাংলায় ‘দেশপ্রেম দিবস’ পালন শুরু করে গেলেও কেন্দ্রীয় সরকার এখনও তা করেনি। প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজি-ট্যাবলো বাতিল করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদও করেছেন স্বপনবাবু।