Forward Bloc

Forward Bloc: নতুন দফতর চালু করল ফরওয়ার্ড ব্লক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৩:৫৩
Share:

প্রতীকী ছবি।

নিহত নেতা ও বিধায়ক হেমন্ত বসুর ১২৭তম জন্মদিনে দলের নতুন কলকাতা জেলা দফতর চালু করল ফরওয়ার্ড ব্লক। হাতিবাগানে হেমন্তবাবুরই স্মৃতিবিজড়িত বিধান সরণির ‘সুভাষ কর্নার’-এর তিন তলায় মঙ্গলবার নতুন জেলা দফতরের উদ্বোধন করেছেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা। এত দিন কলকাতা জেলা দফতর চলত ফ ব-র রাজ্য দফতর হেমন্ত বসু ভবন থেকেই। হেমন্তবাবুর জন্মদিন ও নতুন দফতর চালু উপলক্ষে এ দিন সভাও হয়েছে হাতিবাগানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement