বন্দরের নামকরণের প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
নেতাজি সুভাষ ডক থাকা সত্ত্বেও কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার প্রতিবাদে বিক্ষোভে নামল ফরওয়ার্ড ব্লক। কলকাতা-সহ রাজ্যের সব জেলা সদরে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছিলেন ফ ব-র নেতা-কর্মীরা। কলকাতায় পোর্ট ট্রাস্টের দফতরের সামনে বিক্ষোভ-জমায়েতে ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘বন্দরের সঙ্গে নেতাজির সম্পর্ক ছিল সংগ্রামের। তাঁর নামে ডক আছে অথচ তার উপরে বন্দর শ্যামাপ্রসাদের নামে! বিজেপির সরকার প্রমাণ করে দিয়েছে, তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বা বাঙালির আবেগ সম্পর্কে কিছুই জানে না!’’ বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও দাহ করা হয়।