West Bengal Assembly Election 2021

দু’দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি হোটেলে প্রথমে বৈঠক হবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে। পরে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি, কমিশনার-সহ পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৯:৩১
Share:

রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ফাইল চিত্র

দিন ক্ষণ ঠিক না হলেও বিধানসভা ভোটের আর বেশি দিন দেরি নেই। দু’দফায় রাজ্য ঘুরে দিল্লিতে গিয়ে রিপোর্ট দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এ বার রাজ্যের হালহকিকত খতিয়ে দেখতে রাজ্য আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ওই দলে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা-সহ কমিশনের আরও দুই কর্তা সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। রাজনৈতিক দল থেকে শুরু করে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। আগামিকাল বুধবার শহরে পৌঁছবে ফুল বেঞ্চ।

Advertisement

এই সফর দু’টি ভাগে ভাগ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি হোটেলে প্রথমে বৈঠক হবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে। পরে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি, কমিশনার-সহ পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা হবে।

এর আগে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন উপ নির্বাচন কমিশনার। দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে বলেছিলেন, ‘‘কোনও মতেই হিংসা বরদাস্ত করা হবে না।’’ প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা চিন্তাভাবনা রয়েছে, সে বিষয়ে সবিস্তার খোঁজ নিতে পারে ফুল বেঞ্চ।

Advertisement

বিধানসভা নির্বাচন হতে চলেছে করোনা কালে। সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে। ‘বিহার মডেলে’ ভোট করাতে হলে বুথের সংখ্যা বাড়ানো হতে পারে। তা নিয়ে আলোচনা হওয়ার কথা প্রশাসনিক কর্তাদের সঙ্গে। বৈঠকে থাকবেন এ রাজ্যের মু্খ্যনির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব।
দ্বিতীয় দফার বৈঠক হবে শুক্রবার। ওই দিন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। সব শেষে সাংবাদিকদের মুখ্যমুখি হবেন ফুল বেঞ্চের কর্তারা।

বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে ফেব্রুয়ারির শেষে। এমনটাই মনে করা হচ্ছে। ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শুরুতেই। সেই লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন। ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement