নিজস্ব চিত্র।
কোভিড সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে রাজ্য সরকার। আর এই কড়া বিধিনিষেধের ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কার ফল ব্যবসায়ীদের।
ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সকাল ৭টা থেকে ১০টা এবং বেলা ৩টে থেকে ৫টার মধ্যে তাঁদের দোকান খুলতে সমস্যা হচ্ছে। দোকান খুলতে ও বন্ধ করতেই সময় চলে যাচ্ছে। ফলে ঠিকঠাক ফল বিক্রি করতে পারছেন না তাঁরা। অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। তাই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ফল ব্যবসায়ীদের আবেদন, করোনা সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে তাতে এই বিধিনিষেধ প্রয়োজন ঠিকই, কিন্তু ফলের দোকানগুলো যেন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। তাহলে ফল ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা কম হত।