Chunilal Singha Roy

স্বাধীনতা সংগ্রামী চুনীলাল সিংহরায়ের জীবনাবসান

চুনীলাল সিংহরায়ের জীবনে মিলেমিশে একাকার হয়ে গেছে রাজনীতি ও আধ্যাত্মিকতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ১৯:২৭
Share:

চুনীলাল সিংহরায়। —ফাইল চিত্র।

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী চুনীলাল সিংহরায়ের জীবনাবসান হয়েছে। রবিবার সকালে হুগলির হরিপালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

Advertisement

স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন ১৫ বছর বয়সে। ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত হয়ে কৈশোরেই কারাবরণ করেন। সেই সময়েই তাঁর ঘনিষ্ঠতা হয় প্রফুল্ল চন্দ্র সেনের সঙ্গে, যিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। প্রফুল্লবাবুর নেতৃত্বে অনেক দুঃসাহসিক কাজে সামিল হয়েছেন তিনি। বেশ কিছুদিন তাঁকে গৃহবন্দি করে রাখে তৎকালীন ব্রিটিশ সরকার।

তাঁর পরবর্তী জীবনে মিলেমিশে একাকার হয়ে গেছে রাজনীতি ও আধ্যাত্মিকতা। সক্রিয় অংশগ্রহণ করেছেন চণ্ডীগড় রামকৃষ্ণ মিশনের শাখা নির্মাণের কাজে। পেশাদার জীবনে শিক্ষকতা করেছেন বহুদিন। সমাজকল্যাণমূলক বহু কাজে মগ্ন থেকেছেন সারাজীবন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ইন্দিরা গাঁধীর আমলে পেয়েছেন তাম্রপত্র। ২০১৯ সালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

আরও পডুন: আয়ের পথ বন্ধ করে খাবার কিনে রাখার নিদানও সত্য?

আরও পডুন: আমপান, করোনা, সব সঙ্কট থেকেই কিছু শিক্ষা নেওয়ার আছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement