রানওয়েতে শিয়াল দেখে আকাশে চক্কর

রানওয়েতে শিয়াল দেখে আকাশেই চক্কর কাটলো যাত্রী বোঝাই বিমান। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে দমদম বিমানবন্দরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৩:৩৬
Share:

রানওয়েতে শিয়াল দেখে আকাশেই চক্কর কাটলো যাত্রী বোঝাই বিমান। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে দমদম বিমানবন্দরে।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে দমদম বিমান বন্দরে অবতরণ করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। বিমানটি দিল্লি থেকে আসছিল। বিমান বন্দরে অবতরণের সময়ে পাইলট দেখতে পান একটি শিয়াল ঘুরে বেড়াচ্ছে রানওয়েতে। বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওই বিমান পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমে বিষয়টি জানান। তা জানতে পেরেই এটিসি রুম থেকে বিমানের পাইলটকে বিমান বন্দরে অবতরণ না করে বিমানের মুখ ঘুড়িয়ে চলে যেতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরপরে এটিসি থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় দমদম বিমান বন্দরের কর্তৃপক্ষকে। তাঁরা রানওয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আধিকারিকদের রানওয়েতে যাওয়ার নির্দেশ দেন। যদিও ওই আধিকারিকরা রানওয়েতে গিয়ে আর শিয়ালের দেখা পাননি। ততক্ষণে শিয়ালটি রানওয়ে ছেড়ে চলে গিয়েছে।

Advertisement

এরপরে এটিসি থেকে বিমান চালককে সবুজ সঙ্কেত দিলে চালক প্রায় বিমান অবতরণের নির্ধারিত সময়ের প্রায় মিনিট কুড়ি পরে বিমান অবতরণ করেন বলে বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে। আর ওই মিনিট কুড়ি সময় চালক যাত্রীদের নিয়ে আকাশেই চক্কর কাটেন বলে অভিযোগ।

শুক্রবারও একই ধরনের একটি বিপত্তি হয়েছিল দমদমে। এ দিন সন্ধ্যা ছ’টার খানিক ক্ষণ পর নাগপুর রওনা হওয়ার সময় ইন্ডিগোর একটি বিমানের পাইলট দেখতে পান রানওয়েতে দাঁড়িয়ে রয়েছেন একটি লোক। পরে বিমান বন্দর কর্তৃপক্ষ জানতে পারেন, রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার যে লোক নিয়োগ করেছেন ওই লোকটি তাঁদেরই এক জন। পরে লোকটি রানওয়ে থেকে সরে গেলে নাগপুরের দিকে নিরাপদে উড়ে যায় ইন্ডিগোর বিমানটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement