Universities in West Bengal

আচার্যের দিকে তাকিয়ে মাথাহীন ৪ বিশ্ববিদ্যালয়

চলতি সপ্তাহেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের দু’মাসের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। সেখানেও অস্থায়ী উপাচার্য নিয়োগের জন্য রাজভবনে ফাইল পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০৮:০০
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

মাথাহীন অবস্থায় বহু দিন চলার ফলে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমস্যা চলছে। তার উপরে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আইনি কড়াকড়িও চলছে। এই অবস্থায় রাজ্যে এখন চারটি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন এবং স্বাভাবিক কারণেই সেই সব জায়গায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অথচ বৃহস্পতিবার পর্যন্ত ওই চারটি পদের কোনওটিই পূরণ হয়নি বলে রাজ্যের শিক্ষা দফতর সূত্রের খবর।

Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের চূড়ান্ত অনুমোদন আচার্য-রাজ্যপাল এখনও দেননি। তিনি বলেন, ‘‘আমরা আশা করছি, দ্রুতই তিনি তা দেবেন।’’ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রঞ্জন চক্রবর্তীরও মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু সেখানেও উপাচার্যের দায়িত্ব এ দিন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। এই বিষয়ে ব্রাত্য বলেন, ‘‘আইনি কিছু বিষয় আছে। রাজ্যপাল এবং অ্যাডভোকেট জেনারেল কথা বলবেন। বিষয়টির দ্রুত নিষ্পত্তি হবে।’’

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সম্প্রতি কড়া অবস্থানের কথা জানিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই রায়ের পরে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউট এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আর পদে থাকার কথা নয়। ব্রাত্য এ দিন জানান, ওই দুই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠানো হয়েছে। তাঁর অনুমোদনের অপেক্ষায় আছেন তাঁরা। সংশ্লিষ্ট সূত্রের খবর, ম্যাকাউটের উপাচার্য সৈকত মৈত্র এ দিন রাজ্যপালকে মেল করে জানিয়েছেন, তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আগের কর্মস্থল গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজিতে ফিরে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

চলতি সপ্তাহেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের দু’মাসের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। সেখানেও অস্থায়ী উপাচার্য নিয়োগের জন্য রাজভবনে ফাইল পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement