চারতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। ছবি ভিডিয়ো থেকে।
খাল সংস্কারের সময় তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামের ঘটনা।এই ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গোমরাই খালের সংস্কার চলছিল। খালের পাড়েই রাস্তা। তার পাশেই চারতলা বাড়ি নিমাই সামন্ত নামে এক ব্যক্তির। এ দিন সকালে বাড়ির একাংশে ফাটল দেখা দেয়। বিপদ আঁচ করতে পেরে নিমাইবাবু সপরিবারে বাড়ি ছাড়েন। কিন্তু আসবাবপত্র-সহ মূল্যবান জিনিসপত্র কিছু সরানো যায়নি। নিমাইবাবু বাড়ি ছাড়তেই গোটা চারতলা বাড়িটাই হুড়মুড়িয়ে ভেঙ খালের মধ্যে।
বাড়ির নীচে চারটে দোকান ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হঠাৎ দুর্ঘটনার কারণে দোকানের মালপত্রও বার করা যায়নি। প্রাণহানির কোনও ঘটনা না ঘটলেও, গ্রামবাসীদের অভিযোগ, গোমরাই খাল সংস্কার অবৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছিল। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সেচ দফতরের আধিকারিকেরা।