Moloy Ghatak

আইনমন্ত্রী মলয়ের বাড়িতে হামলায় চার পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরাল আসানসোল পুলিশ

এত দিন মন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক আধিকারিক-সহ চার পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিক বাদে চার পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৮
Share:

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলায় প্রশ্নের মুখে নিরাপত্তা। —ফাইল ছবি।

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলায় তাঁর বাড়ির নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল চার পুলিশকর্মীকে। মন্ত্রী যখন বাড়িতে থাকবেন, তখন তাঁর নিরাপত্তা আরও আঁটসাঁট করা হবে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।

Advertisement

এত দিন মন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক আধিকারিক-সহ চার পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিক বাদে চার পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রী মলয়ের বাড়িতে থান ইট নিয়ে ঢুকে হামলা চালিয়েছিলেন এক যুবক। দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দফতর। সেখানেই হামলা চলে। ইট ছুড়ে ভেঙে ফেলা হয় মন্ত্রীর দফতরের টেবিলের কাচ। প্রশ্ন উঠেছিল, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর নজর এড়িয়ে কী ভাবে মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন ওই যুবক? এ নিয়ে বিতর্কের মধ্যেই চার পুলিশকর্মীকে সরানো হল।

Advertisement

ঘটনার সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। ছিলেন তাঁর স্ত্রী সুদেষ্ণা ঘটক। দোতলায় ছিলেন তিনি। একতলায় হইচই হচ্ছে শুনে নীচে নেমে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম ভিক্কি কেওড়া। বছরখানেক আগে তাঁর বাবার মৃত্যু হয়েছিল। কিন্তু শংসাপত্র পাচ্ছিলেন না। ভেবেছিলেন মন্ত্রীর বাড়িতে গেলে কাজ হয়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে যখন তিনি শোনেন, মন্ত্রী বাড়িতে নেই, ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রীর দফতরে হামলা চালান বলে অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁকে আসানসোল আদালতে হাজির করানোর কথা পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement