—প্রতীকী ছবি।
আগামী শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পাঠক্রমে সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ধন্যবাদ জানালেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের অনুরোধ, সুভাষচন্দ্রের ‘জাতীয় পরিকল্পনা’র সূত্র মেনে রাজ্য স্তরে পরিকল্পনা কমিশন বা ওই ধরনের সংস্থা গঠন করা হোক, নরেনের মতে, রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ করা উচিত।