Forward Bloc

শহরে দু’দিনের অবস্থান ফ ব-র

আর জি কর-কাণ্ডের সব দোষীর শাস্তি ও রাজ্যে বিশৃঙ্খলা বন্ধের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি-সহ এক গুচ্ছ জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থানে বসতে চলেছে ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ০৮:৩০
Share:

—প্রতীকী ছবি।

আর জি কর-কাণ্ডের সব দোষীর শাস্তি ও রাজ্যে বিশৃঙ্খলা বন্ধের দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি-সহ এক গুচ্ছ জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থানে বসতে চলেছে ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর তাঁরা কলকাতার ভিক্টোরিয়া হাউজ়ের সামনে অবস্থানে বসতে চান। কর্মসূচির অনুমতি চেয়ে তাঁরা কলকাতা পুলিশকে চিঠি দিচ্ছেন। পুলিশের মনোভাবের উপরে তাঁদের বাকি পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়েছেন নরেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement