প্রতীকী চিত্র।
পাট চাষিদের সমস্যার সমাধানের দাবি নিয়ে জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর কাছে দরবার করলেন অগ্রগামী কিসান সভার নেতারা। ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক গোবিন্দ রায় এবং দলের আরও দুই প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর ও নগেন রায় মঙ্গলবার কমিশনারের সঙ্গে দেখা করে জানান, ৫০০ টাকার উপরে পাট বিক্রির ক্ষেত্রে রেজিষ্ট্রেশন বন্ধ থাকায় সাধারণ চাষিরা সমস্যার মুখে পড়ছেন। ফসল বিক্রি করতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। মাঝখান থেকে লাভবান হচ্ছে ফড়েরা। পাটের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু ১০ হাজার টাকা করার দাবিও জানিয়েছেন তাঁরা। চাষের খরচের তুলনায় বর্তমান সহায়ক মূল্য যথেষ্ট কম বলে তাঁদের মত। উত্তরবঙ্গের চাষিদের ভয়াবহ অবস্থার কথাও উল্লেখ করেছেন গোবিন্দবাবুরা।