Gardening Tips

বাগানে ফুল, ফলের গাছ লাগানোর পরেও টবের মাটি খুঁড়ে আলগা করা কেন জরুরি?

ঘর সাজিয়েছেন রকমারি গাছে। ছাদ-বাগানেও ফুল হয়েছে। কিন্তু জানেন কি, মাঝেমধ্যে টবের মাটি খুঁড়ে দেওয়া জরুরি। কী লাভ হয় এতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৯:০২
Share:

ছবি: সংগৃহীত।

ছাদ-বাগান হোক বা অন্দরসজ্জার গাছ, সময়মতো জল, সার দেন। কিন্তু মাটি আলগা করে দেন কি? সূর্যালোক, জল, গাছের খাবার যতটা জরুরি, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হল মাঝেমধ্যে মাটি আলগা করে দেওয়া। এই দিকটিতে অনেকেই খেয়াল রাখেন না। কিন্তু গাছের বাড়বৃদ্ধির জন্য মাঝেমধ্যে মাটি খুঁড়ে দেওয়া জরুরি বলেন উদ্যানপালকেরাই।

Advertisement

কেন জরুরি মাটি আলগা করে দেওয়া?

১। গাছের বেড়ে ওঠার জন্য আলো এবং হাওয়া, দুই-ই জরুরি। দিনের পর দিন মাটিতে জল দিতে দিতে মাটি শক্ত হয়ে যায়। কিন্তু মাটি খুঁড়ে দিলে গাছের গোড়ায় আরও ভাল ভাবে হাওয়া চলাচল করতে পারে। মাটি খুঁড়ে হাত দিয়ে ঝুরো ঝুরো করে দেওয়া সে জন্যই জরুরি।

Advertisement

২। ফুল হোক বা ফলের গাছ, কিংবা সাকুলেন্ট— জলের প্রয়োজন যতই হোক, গোড়ায় জল জমলে শিক়ড় নষ্ট হয়ে যেতে পারে। গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। মাটি খুঁড়ে দিলে জল জমে যাওয়ার ঝুঁকি কমে।

৩। গাছের খাবার অর্থাৎ সার দেওয়ার আগেও মাটি আলগা করে দেওয়া জরুরি। এতে গাছের পক্ষে মাটি থেকে সহজে পুষ্টিগুণ শোষণ করা সম্ভব হয়।

৪। মাটি বেশি আর্দ্র থাকলে ছত্রাকঘটিত রোগ সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। কিন্তু মাঝেমধ্যে গাছের গোড়ার মাটি আলগা করে দিলে আলো-হাওয়া চলাচল করতে পারে সহজে। ফলে মাটিতে জল বসতে পারে না। এতে রোগ হওয়ার আশঙ্কাও কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement