আহমদ সঈদ মালিহাবাদী
প্রয়াত হয়েছেন প্রাক্তন সাংসদ আহমদ সঈদ মালিহাবাদী (৯৫)। লখনউয়য়ে রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। বাংলা থেকে রাজ্যসভায় তিনি নির্বাচিত হয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। বাম ও কংগ্রেসের সমর্থনে পরের বার প্রার্থী হয়েও অবশ্য পরাজিত হয়েছিলেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ দিন, একটি উর্দু সংবাদপত্রের সম্পাদক ছিলেন টানা কয়েক দশক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট, আলিগড় বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্য ছিলেন এক সময়ে। ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা স্মরণ করে মালিহাবাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সিপিএমের মহম্মদ সেলিম এবং উর্দু প্রকাশনা জগতের বিশিষ্ট অনেকেই।