CPIM

Manab Mukherjee: প্রাক্তন মন্ত্রী মানব সঙ্কটে

কয়েক বছর আগে এক বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল মানবের। ইদানীং অবশ্য কলকাতায় দলের কর্মসূচিতে দেখা যেত তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ০৮:৫৯
Share:

সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় ফাইল চিত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আপাতত তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। কয়েক বছর আগে এক বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল মানবের। ইদানীং অবশ্য কলকাতায় দলের কর্মসূচিতে দেখা যেত তাঁকে। কলকাতা জেলা সিপিএম সূত্রের খবর, কয়েক দিন আগে ফের স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তখনই শারীরিক অবস্থার অবনতি হয়। মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে ভেন্টিলেশনে রাখতে হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement