প্রথম জনসভায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্র

এখন তিনি আর বিধায়ক নন। কিন্তু তাঁর কাছ থেকে বিধায়কের মতোই সব পরিষেবা পাবেন কামারহাটির বাসিন্দারা। জেল থেকে ছাড়া পাওয়ার পরে শনিবার কামারহাটিতে প্রথম জনসভায় এই বার্তাই দিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৪
Share:

ছবি: সজল চট্টোপাধ্যায় ।

এখন তিনি আর বিধায়ক নন। কিন্তু তাঁর কাছ থেকে বিধায়কের মতোই সব পরিষেবা পাবেন কামারহাটির বাসিন্দারা। জেল থেকে ছাড়া পাওয়ার পরে শনিবার কামারহাটিতে প্রথম জনসভায় এই বার্তাই দিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তাঁর দাবি, কামারহাটির আরও উন্নয়নের জন্য কী কী দরকার, তা তাঁকে জানাতে বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘মুখ্যমন্ত্রী যদি ওঁকে উন্নয়ন করতে বলে থাকেন তা হলে তা থেকেই স্পষ্ট, বিরোধী বিধায়কদের সঙ্গে কতটা অসহযোগিতা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement