Hafiz Alam Sairani

অধীরের জেলায় গিয়ে কংগ্রেসের পথে সৈরানিও

কলকাতা-সহ অন্যান্য জেলার বিক্ষুব্ধ ফ ব নেতা-কর্মীদের সংগঠনে কী ভাবে জায়গা দেওয়া হবে, তা নিয়ে কংগ্রেসের সঙ্গে আরও আলোচনা চালাতে চান সৈরানিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ০৭:০৪
Share:

বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি। ফাইল চিত্র।

প্রাক্তন বিধায়ক আলি ইমরান রাম্জের (ভিক্টর) পথে বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানিও যোগ দিতে চলেছেন কংগ্রেসে। সব ঠিকমতো চললে, মুর্শিদাবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জনসভার মঞ্চে কংগ্রেসের পতাকা ধরানো হতে পারে তাঁকে। ওই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতির পাশাপাশি ভিক্টরও অন্যতম বক্তা। ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য সৈরানির ইস্তফা গ্রহণ করে নিয়েছে তাঁর পুরনো দল। ফ ব-র বিক্ষুব্ধ নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন সৈরানি। অধীরবাবুর প্রস্তাব নিয়ে সেখানে আলোচনার পরে মুর্শিদাবাদে যোগদানের সিদ্ধান্তই হয়েছে বলে সূত্রের খবর। ফ ব ছেড়ে আসা হুগলির কিছু নেতা-কর্মীও সেখানে কংগ্রেসে যোগ দিতে পারেন। কলকাতা-সহ অন্যান্য জেলার বিক্ষুব্ধ ফ ব নেতা-কর্মীদের সংগঠনে কী ভাবে জায়গা দেওয়া হবে, তা নিয়ে কংগ্রেসের সঙ্গে আরও আলোচনা চালাতে চান সৈরানিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement