Abhijit Mukherjee

অভিষেকের সঙ্গে সাক্ষাতে অভিজিৎ

চেষ্টা করেও প্রাক্তন সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ০৪:৫৫
Share:

ফাইল চিত্র।

রাজনৈতিক শিবিরে জল্পনা উস্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে অভিষেকের সঙ্গে সোমবার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক হয়েছে অভিজিৎবাবুর। তবে তার পরে কোনও পক্ষই মুখ খোলেনি। চেষ্টা করেও প্রাক্তন সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সূত্রের খবর, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জঙ্গিপুরে (যেখান থেকে লোকসভায় গিয়েছিলেন প্রণববাবু) একটি অনুষ্ঠান করতে চান তাঁর পুত্র অভিজিৎ। সেই অনুষ্ঠানে তিনি অভিষেককে আমন্ত্রণ করতে গিয়েছিলেন, তৃণমূলের সাধারণ সম্পাদকও ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দু’জনের। এই বৈঠকের সঙ্গে অভিজিৎবাবুর রাজনৈতিক ভবিষ্যতের কোনও সম্পর্ক আছে কি না, জল্পনা তৈরি হয়েছে তা নিয়েই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement