সেফ হোমে বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে। তবে ছুটি পেলেও আপাতত বাড়ি যাওয়া হয়নি তাঁদের। বুদ্ধবাবুদের রাখা হয়েছে এন্টালি এলাকার একটি সেফ হোমে। যা আদতে একটি নার্সিং হোম এবং পারিবারিক ভাবে বুদ্ধবাবুদের পরিচিত। চিকিৎসকদের বক্তব্য, করোনা চিকিৎসার পরে নতুন কোনও জটিলতা পাওয়া যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর শরীরে। তাঁদের এখন নিভৃতবাসের পরামর্শ দেওয়া হয়েছিল। বুদ্ধবাবু, তাঁর স্ত্রী ও বাড়ির সর্বক্ষণের সঙ্গী— তিন জনেই যে হেতু করোনা আক্রান্ত হয়েছিলেন, তাই পাম অ্যাভিনিউয়ের আবাসনের ছোট পরিসরে তাঁদের সকলের নিভৃতবাসে থাকা কঠিন। সেই জন্যই আপাতত অন্যত্র থাকার ব্যবস্থা হয়েছে। বুদ্ধবাবুর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছেন। সুস্থ আছেন মীরাদেবীও।