প্রাথমিক টেটের ফর্ম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-র জন্য নতুন প্রার্থীদের ফর্ম দেওয়া শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ফর্ম মিলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০৩:১২
Share:

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-র জন্য নতুন প্রার্থীদের ফর্ম দেওয়া শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ফর্ম মিলবে। তা জমা দেওয়া যাবে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত। পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সোমবার জানান, রাজ্যের ১৯টি জেলার কোথায় কোথায় ফর্ম মিলবে, তা জানা যাবে দু’টি ওয়েবসাইটে। সেগুলো হল: http://www.wbsed.gov.in এবং wbbpe.org। ফর্ম পূরণের পরে নির্দিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে। ২০১২ সালে যাঁরা অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষায় বসতে পারেননি এবং ২০১৩ সালে যাঁরা ফর্মের টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিলেন, সব মিলিয়ে সেই পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়েছে। পরীক্ষা হবে ৩০ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement