road accident

পথদুর্ঘটনায় মৃত্যু জাতীয় দলের প্রাক্তন ফুটবলারের

পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ব্রত দেবনাথ (২৮)। তাঁর বাড়ি ব্যান্ডেলের টায়ার বাগানে। তিনি অনুর্ধ ১৪ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১১:১০
Share:

পথদুর্ঘটনায় মৃত ফুটবলার। -নিজস্ব চিত্র।

পথদুর্ঘটনায় মৃত্যু হল জাতীয় দলের এক ফুটবলারের। গুরুতর জখম হলেন তাঁর এক বন্ধুও।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ব্রত দেবনাথ (২৮)। তাঁর বাড়ি ব্যান্ডেলের টায়ার বাগানে। তিনি অনুর্ধ ১৪ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। আহত সুজয় (বাপি) বিশ্বাসেরও বাড়ি সেখানেই।

শনিবার রাত ১১টা নাগাদ দু’জনে বাইক নিয়ে যাচ্ছিলেন শেওড়াফুলি। ভদ্রেশ্বর থানা এলাকার দিল্লি রোডে গর্জির মোড়ে তাঁদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। গার্ডরেলে ধাক্কা মারে বাইকটি।

Advertisement

পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে দু’জনেরই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জয়ব্রতকে মৃত ঘোষণা করেন চিকিংসক। গুরুতর আহত সুজয়কে ভর্তি করানো হয় হাসপাতালে।

আরও পড়ুন: উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলায় সায় কেজরীবালের

আরও পড়ুন: কয়লা নিয়ে তদন্তে উদ্যোগী সিবিআই

দুর্ঘটনার খবর পেয়ে রবিবার সকালে চন্দননগর হাসপাতালে হাজির হন দুই ফুটবলাদের বন্ধু ও প্রতিবেশীরা। জয়ব্রত অনুর্ধ ১৪ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। খেলতেন স্থানীয় ‘বানিচক্র’ ক্লাবে। সুজয়ও একই ক্লাবে খেলেন।

লকডাউনের সময় খেলা বন্ধ থাকায় দুই বন্ধু মিলে আলু, পেঁয়াজের ব্যবসা শুরু করেন। শেওড়াফুলি থেকে আলু, পেঁয়াজ কিনে নিয়ে এসে তাঁরা স্থানীয় বাজারে বিক্রি করতেন। গত কাল রাতে ব্যবসার কাজেই শেওড়াফুলি যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement