বিরল: জোড়া ব্ল্যাক প্যান্থার। বক্সার জঙ্গলে জয়ন্তীর কাছে মহাকাল এলাকায়। স্থানীয় গাইডের তোলা ছবি
একটি নয়। একসঙ্গে এক জোড়া ব্ল্যাক প্যান্থার বা কালো চিতাবাঘের সন্ধান মিলল বক্সার জঙ্গলে! দিন তিনেক আগে জয়ন্তী থেকে খানিকটা দূরে মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পান একদল পর্যটক। তাঁদের গাইডের দায়িত্বে থাকা এক ব্যক্তি ওই প্যান্থার দু’টির ছবিও তোলেন বলে বন দফতরের দাবি। উচ্ছ্বসিত বনকর্তাদের কথায়, একসঙ্গে জোড়া ব্ল্যাক প্যান্থারের দর্শন, বক্সার জঙ্গলে জীব বৈচিত্র্যের নিরিখে ভাল দিক।
বন দফতরের কথায়, বক্সার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থারের অস্তিত্ব রয়েছে। কিন্তু খালি চোখে ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া সহজ নয়। তবু বেশিরভাগ ক্ষেত্রেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ছিল সেইসব ছবি। বন দফতর সূত্রের খবর, দিন তিনেক আগে একদল পর্যটক জয়ন্তী থেকে মহাকালের দিকে যাচ্ছিলেন। আচমকাই মহাকালের কাছে পাহাড়ের গা বেয়ে নেমে আসতে দেখা যায় জোড়া ব্ল্যাক প্যান্থারকে। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত পর্যটকরা। বনকর্তারা জানিয়েছেন, ওই পর্যটকদের সঙ্গে লেখু মাহাতো নামে জয়ন্তি এলাকার একজন গাইডও ছিলেন। তিনি নিজেও সেই ছবি ক্যামেরাবন্দি করেন।