Death

এক দিনে পাঁচ অপমৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দেভাগে খালপাড়ে ফাঁকা জায়গায় আস্তানা গেড়েছিল ১৫টি যাযাবর পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সবং শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৩:৫৪
Share:

প্রতীকী ছবি

একই দিনে পাঁচ অস্বাভাবিক মৃত্যু সবংয়ে।

Advertisement

রবিবার দেভাগ এলাকায় খালে বাসন মাজতে গিয়েছিল তিন বালিকা। পরে সেই খাল থেকেই উদ্ধার হল তাদের দেহ। আর মোহাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দেভাগে খালপাড়ে ফাঁকা জায়গায় আস্তানা গেড়েছিল ১৫টি যাযাবর পরিবার। এ দিন তিনটি পৃথক পরিবারের তিন বালিকা কদম শবর (১০), জানু শবর (৭) ও বানু বেদ (৬) বাসন মাজতে গিয়েছিল। দীর্ঘক্ষণ পরেও ফেরেনি তারা। খুঁজতে গিয়ে বাড়ির লোক দেখেন, খালের জলে ভাসছে তিন জনের দেহ। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের দাবি, খালের জলে কোনও ভাবে তলিয়ে গিয়েই ওই তিন বালিকার মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।

Advertisement

বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আবার মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম নিতাইচন্দ্র মণ্ডল (৪০) ও পূর্ণচন্দ্র মণ্ডল (৩৫)। বাড়ি সবংয়ের মোহাড় পঞ্চায়েতের মধ্যপাড়ে। তিন ভাইয়ের পরিবারে নিতাইচন্দ্র মেজো ও পূর্ণচন্দ্র ছোট ভাই। বড়দা প্রভাতচন্দ্র অসুস্থ। নিতাইচন্দ্র ও পূর্ণচন্দ্র রাজমিস্ত্রির কাজ করতেন। দিন কয়েক আগে মেশিনের সাহায্যে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করিয়েছিলেন নিতাইচন্দ্র ও পূর্ণচন্দ্র। কিন্তু কাজ পছন্দ না হওয়ায় এ দিন ফের নিজেরাই পরিষ্কারের সিদ্ধান্ত নেন। সকালে নিতাইচন্দ্র প্রথমে ট্যাঙ্কে নামেন। কিছু ক্ষণের মধ্যে অসুস্থ হয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে ছটফট করতে থাকেন তিনি। তা দেখেই ট্যাঙ্কে নেমে পড়েন পূর্ণচন্দ্র। তিনিও অসুস্থ হয়ে ট্যাঙ্কেই মারা যান বলে পরিবারের দাবি। এর পরে পরিজনেদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়। উদ্ধার করা হয় দুই ভাইয়ের নিথর দেহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement