অমিত শাহ। ছবি পিটিআই।
মতুয়া এলাকায় গিয়ে কৈলাস বিজয়বর্গীয়ের মতো বিজেপি নেতারা দাবি করছেন, জানুয়ারি থেকেই নতুন আইনে নাগরিকত্ব ‘দেওয়া’ শুরু হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন, করোনার টিকার কাজ হওয়ার পরে তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার কথা ভাববেন।
বোলপুরে রবিবার সিএএ কার্যকর হওয়া নিয়ে প্রশ্নের জবাবে শাহ বলেছেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে এত বড় অভিযান করা সম্ভব নয়। কেবল বিধি প্রণয়নই বাকি আছে। করোনাভাইরাসের টিকা এসে গেলে এবং করোনার শৃঙ্খল (সাইকল) ভেঙে গেলে আমরা এই বিষয়ে ভাবব। যখন কাজ শুরু করব, তখন আপনাদের জানিয়ে দেব।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছিলেন ‘ক্রোনোলজি’ মেনে আগে সিএএ, তার পরে এনআরসি হবে, তার কী হবে? শাহের জবাব, ‘‘প্রথম ধাপটা শেষ করতে দিন! ক্রোনোলজি অনুযায়ী প্রথম ধাপটা আগে হোক!’’
আরও পড়ুন: বিশ্বভারতীতে শাহের সঙ্গী কেন বিজেপি নেতারা, প্রশ্ন
আরও পড়ুন: বাইরের লোক আনতে হয় না: অনুব্রত