প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে বুস্টার টিকা দেবে কলকাতা পুরসভা। প্রতীকী ছবি
প্রবীণ নাগরিকদের বাড়ি বা়ড়ি গিয়ে কোভিডের বুস্টার টিকা দেবে কলকাতা পুরসভা। শনিবার এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ সহ কলকাতায় বাড়ছে কোভিড সংক্রমণ। তার মোকাবিলায় কলকাতা পুরসভা কী পদক্ষেপ করছে? এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘‘আমি কলকাতাবাসীকে অনুরোধ করব, যাতে সকলে কোভিডবিধি মেনে চলেন। আর যেন সকলেই বুস্টার টিকা নেন। যদিও, এখন মিউটেড হতে হতে করোনা আর প্রাণঘাতী নয়। কিন্তু আমাদের সচেতন থাকতেই হবে।’’ এর পরেই তিনি বলেন, ‘‘১৮ বছরের নীচে ও ৬০ বছরের ঊর্ধ্বে আমরা বিনামূল্যে বুস্টার টিকা দিচ্ছি। এ ছাড়াও যাঁরা করোনা-যোদ্ধা, তাঁদেরও আমরা বিনামূল্যেই এই টিকা দিচ্ছি। এ বার কলকাতা পুরসভা ঠিক করেছে, প্রবীণ মানুষদের আমরা বাড়ি বাড়ি গিয়ে বুস্টার টিকা দেব। যাঁরা প্রথম দুটি ডোজ নিয়েছেন, কিন্তু বুস্টার টিকা নেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সেই টিকা আমাদের দিতে হবে।’’
কেন্দ্রীয় সরকারের টিকা নীতির সমালোচনা করে ফিরহাদ বলেন, ‘‘সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে যে, ১৮ বছরের নীচে ও ৬০ বছরের ঊর্ধ্বেই আমরা কেবল মাত্র বিনামূল্যে বুস্টার টিকা দিতে পারব। কিন্তু আমরা চেয়েছিলাম, সবাইকে এই টিকা দিতে। কিন্তু কেন্দ্রীয় নীতির কারণেই আমরা তা দিতে পারছি না।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যাঁরা বুস্টার টিকা নিচ্ছেন না, তাঁরা যাতে সেই টিকা নেন তা দেখতে।’’
প্রসঙ্গত, করোনা টিকা বাজারে আসার পর প্রবীণ নাগরিকদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার বন্দোবস্ত করেছিল কলকাতা পুর নিগম। ১৮-৬০ বয়সের মানুষেরা বুস্টার টিকা নিতে আগ্রহী না হওয়ায় কেন্দ্রীয় নীতিকেই দায়ী করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, ‘‘ঘোষণা করে দেওয়া হল, বেসরকারি ভাবে অর্থ দিয়ে এ বার টিকা নিতে হবে। তাই এমন নীতির কারণে আমাদেরও হাত বাঁধা হয়ে গেল। ইচ্ছে থাকলেও, দেওয়া যাচ্ছে না। তাই আমি স্বাস্থ্য সচিবকে বলেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে।’’